ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা দ্বিতীয় অর্ধশতক সাকিবের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৩, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৭০ রান করেছিলেন। আজও ফিফটি তুলে নিয়েছেন।  দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন সাকিব।

১৭তম ওভারে ওয়াসিমের তৃতীয় বলটি মিড উইকেটে ঠেলে ১ রান নিয়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক। তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটি ১২তম ফিফটি।

ওয়াসিমের পঞ্চম বলটি পয়েন্টের ওপর দিয়ে তুলে মেরে ছক্কাও আদায় করে নেন সাকিব। পরের বলে ওয়াসিমের ইয়র্কার লেংথের বলটি পয়েন্ট দিয়ে চার মারেন। ম্যান ইন ফর্ম! বাংলাদেশ ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১৫২।

৪১ বলে ৬৮ রানে অপরাজিত সাকিব। ১৮ তম ওভারের খেলা চলছে। বাংলাদেশের স্কোর ১৫৭ রান তিন উইকেটে।