ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এত সাহস বিএনপি কোথায় পায়! : শেখ হেলাল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১২, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

আজ বুধবার রেলরোডে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

আর নিরঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘

 

তিনি আরো বলেন, ‘বিএনপি আমাদেরকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত সাহস বিএনপি কোথায় পায়! বিএনপি যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না। ‘

সমাবেশে  বক্তব্য রাখেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

আরো বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বীর অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাছির উদ্বাদিন,মোড়েলগঞ্জ পৌর মেয়র তালুকদার মনিরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশালাকৃতির কেক কাটা এবং নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সূত্র : বাসস।