ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের সৈকতে ২৫০টি পাইলট তিমির মৃত্যু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৮, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্রসৈকতে আটকা পড়ে প্রায় ২৫০টি পাইলট তিমি মারা গেছে। শনিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ জানিয়েছে, পাইলট তিমিরা ডলফিন পরিবারের সদস্য। গতকাল শুক্রবার দ্বীপটির উত্তর-পশ্চিমে তারা আটকা পড়ে।

এক বিবৃতিতে তারা আরো জানায়, মানুষ ও তিমির জন্য হাঙরের আক্রমণের ঝুঁকি থাকায় তিমিগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি।

একটি প্রশিক্ষিত দল দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করছে বলে জানা গেছে। এ সময় নিউজিল্যান্ড ও চ্যাথাম দ্বীপের আদিবাসীরা সমর্থন জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আটকে পড়া সব পাইলট তিমি এখন মারা গেছে এবং তাদের মৃতদেহ প্রাকৃতিকভাবে পচে যাওয়ার ব্যবস্থা করা হবে। ’

চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়েছিল।

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় একটি সৈকতে প্রায় ২০০ তিমি মারা যায়। এ সময় দেশটির কর্তৃপক্ষ ৪৪টি তিমিতে পুনরায় পানিতে ভাসাতে সক্ষম হয়।

পাইলট তিমি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারছেন না কেন এ ধরনের ঘটনা ঘটে।