পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রান করেছে টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তান জয় তুলে নিয়েছে ২১ রানের।
ওপেনার হিসেবে মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি চতুর্থ পরীক্ষায়ও ফেল করেছে। পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের জুটি হয় তাদের। তৃতীয় উইকেটে আশা দিচ্ছিলেন লিটন-আফিফ। কিন্তু হঠাৎ ধসে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে হার দেখছে বাংলাদেশ।
বাংলাদেশ ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৪ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ইয়াসির ও তাসকিন। আফিফ হোসেন ২৩ বলে ২৫ রান করেছেন। সোহান ফিরেছেন ৮ করে।
এর আগে মিরাজ এক ছক্কায় ১১ বলে ১০ করে আউট হন। সাব্বির ১৮ বল খেলে ১ চারে করেন ১৪ রান। লিটন দাস ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ করে আউট হন। দলের রান তখন ৮৭। পরেই বলেই মোসাদ্দেক আউট হন। বাংলাদেশ ১০১ রানে হারায় ৬ উইকেট।
এর আগে, বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে।
পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ডানহাতি ব্যাটসম্যান ৫০ বলে ৭৮ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়। প্রথম ১০ ওভারে পাকিস্তানের রান ছিল ৭১। শেষ ১০ ওভারে ৯৬ রান তুলে বাংলাদেশকে ভালো চ্যালেঞ্জ জানিয়েছে তারা।