ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবাকে নিয়ে রসিকতা! কমেডিয়ানের উপর খেপে শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
অক্টোবর ৭, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

“মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?”লাইভ সম্প্রচার চলছিল। তার মধ্যেই অনুষ্ঠানের সেট ছেড়ে রেগেমেগে বেরিয়ে গেলেন অভিষেক বচ্চন। এর আগে প্রকাশ্যে তাকে রাগতে দেখা গিয়েছে কি না, মনে করতে পারছেন না অনুরাগীরা।

পর্দার বাইরে বরাবরই বচ্চন জুনিয়রের শান্ত-সৌম্য চেহারাই মনে আসে। কিন্তু বুধবার তার অন্য রূপ দেখল দর্শক।

ঠিক কী ঘটেছিল? আবারও সেই কৌতুক করতে গিয়ে চটিয়ে ফেলার মতো ঘটনা। মনে করিয়ে দিতে পারে অস্কার মঞ্চে উইল স্মিথের চড়। কিন্তু না, অত দূর গড়ায়নি।অ্যামাজন মিনিটিভির কমেডি শো ‘কেস তো বানতা হ্যায়’ এর সেট-এ কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী আসলে হাস্যরসের আবহই তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ভুল সুতোয় টান দিয়ে ফেলেছেন, সেটা বোঝা গেল একটু পরেই।

“আমায় বোকা পেয়েছেন?” উঠে দাঁড়িয়ে সহ-অতিথি রীতেশ দেশমুখ এবং কুশা কাপিলাকে স্তম্ভিত করে হেঁটে বেরিয়ে যান অভিষেক।জানা যায়, পরিতোষ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করেছিলেন। তাতেই অপমানিত হয়ে তৎক্ষণাৎ শ্যুটিং বন্ধ করার নির্দেশ দেন অভিষেক। বলেন, “এটা নেওয়া যাচ্ছে না। আমায় নিয়ে যত খুশি মজা করুন, কোনও অসুবিধে নেই। কিন্তু বাবাকে টেনে আনবেন না। ওনাকে নিয়ে কোনও রকম রসিকতা আমি সহ্য করব না।”

পরিতোষ এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তার আঁচ তখন মধ্যগগণে। অভিনেতা বলে চলেন, “মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?”

গোটা সেট এর পর থমথম করতে থাকে। কেউ কোনও কথা বলতে পারেন না।