আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , হত্যা, গুম করে, দমন-নিপীড়ন চালিয়ে সরকার গদি ধরে রাখতে পারবে না। চলমান আন্দোলনকে তীব্র, ব্যাপক ও সর্বাত্মক করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সব হত্যা, গুম, নির্যাতনের বিচার করা হবে।
তিনি আজ ৬ অক্টোবর, বৃহস্পতিবার আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ নূরে আলম, আবদুর রহিম, মো. শাওন, শহীদুল ইসলাম শাওন ও আবদুল আলীমের স্মরণে দেশব্যাপী মহানগরীতে শোক মিছিল কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ মহানগর বিএনপির শোক মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, চলমান আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণে সরকার দিশাহারা হয়ে হত্যা, নির্যাতন, হামলা, মামলা করে দমন করতে চায়, তারা বেসামাল আচরণ করছে। এসব করে পাকিস্তানিরাও রেহাই পায় নাই, কোনো স্বৈরশাসক ক্ষমতায় টিকতে পারে নাই, আওয়ামী ফ্যাসিবাদও টিকতে পারবে না। জনগণের কথা বলতে গিয়ে যারা শাসকগোষ্ঠীর গুলিতে নিহত হয়েছেন, জাতি চিরদিন তাদের স্মরণ করবে।
তিনি বলেন, শহীদের লাশ, রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার কায়েম করব, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনব, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেব ও দুর্নীতি, দুঃশাসন ও দুর্ভোগের চির-অবসান ঘটাব।
সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার দম্ভে কাউকে কাউকে মহামানবে পরিণত করতে গিয়ে মহাদানবে পরিণত করছে। ফেসবুকে স্বাধীন মত প্রকাশ করাতে শিশুসন্তানের মাকে গ্রেপ্তার করেছে, এসব করে কারোর সম্মান রক্ষা করা যায় না, বরং চরম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ঘটে। মিথ্যা আত্ম-অহমিকা, অহঙ্কার সরকারকে মহাদানবীয় সরকারে পরিণত করেছে। সম্প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও প্রকাশে সরকারি নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করে এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্নীতি, লুটপাটের খবর ধামাচাপা দিতে সরকার এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী।
আজ দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার সংলগ্ন হরিকিশোর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের হয়ে মিছিলটি বিদ্যাময়ী স্কুলের সামনে এসে শেষ হয়। শোক মিছিলে যোগ দেওয়া নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা বহন করে।
শোক মিছিলে এমরান সালেহ প্রিন্স ছাড়াও ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ্ শিবির আহমেদ বুলু, ফারজানা রহমান হোসনা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, শামীম আজাদ, মাহবুবুল আলম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাহার হোসেন তালুকদার রিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহিলা দলের সভানেত্রী খালেদা আতিক, ফারিয়া তাসনিম তিথি, শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলান, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, তাঁতীদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব সাইদুল বাশার বিপ্লবসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।