পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী তবু আশা জিইয়ে রেখে বলেছিলেন, ‘বুমরা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েনি।’ কিন্তু তাঁর আশা টিকল না। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন যশপ্রীত বুমরা।
বিসিসিআইয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যশপ্রীত বুমরার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে বিসিসিআইয়ের চিকিৎসক দল। বিশেষজ্ঞদের সঙ্গে পরিপূর্ণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিঠের চোটের কারণে এর আগে বুমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন। দ্রুতই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’