ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইউসেপ স্কুলে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা ইউসেপ স্কুলে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলটির টিনশেড ঘরের চারটি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর টুটপাড়া ও বয়রার ৪ ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলের পরিত্যক্ত চারটি কক্ষের মালামাল পুড়ে যায়। কক্ষগুলো টিনের ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা যায়নি।