রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমাজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের উল্লেখযোগ্য হারের পর তিনি এই মন্তব্য করেছেন।
আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমাজান কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো–আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেগুলো হতে পারে, সীমান্ত এলাকায় সামরিক আইন জারি এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা।’
উল্লেখ্য, রুশ সেনারা শনিবার ইউক্রেনের লাইম্যান অঞ্চল থেকে পিছু হটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ঘটনাকে–রাশিয়ার জন্য উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া বলছে, ইউক্রেনীয় সেনারা হাজারো রুশ সেনাকে ঘিরে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে।