ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটি অশুভ চক্র’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র।’

আজ রবিবার সকালে রাজধানীতে রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা হামলা চালায় তারা কোনো দলের নয়। তাদের পরিচয় দুর্বৃত্ত। এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে।’

 

বিরোধী দলকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘ভোট এলে হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও তাদের বিপদে কেন পাশে থাকে না?’ এসময় সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ার কথাও বলেন তিনি।