ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে ৩১ লাখ টাকা ফেরত দিয়ে পুরস্কৃত বাংলাদেশি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কার ওয়াশ ফ্যাক্টরিতে একটি ব্যাগের মধ্যে পাওয়া এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা) এবং কয়েকটি মোবাইল পেয়ে ফেরত দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইউসুফ লিটন। এ টাকা ফেরত দেওয়ায় দুবাই পুলিশের পক্ষ থেকে লিটনকে সম্মাননা স্মারকের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

ইউসুফ লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি দুবাইয়ের সুনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

লিটনের পরিবারের সূত্র জানায়, শুক্রবার ইউসুফ লিটনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুবাই পুলিশের ডিরেক্টর অব ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মেজর জেনারেল মো. সুহাইল আল রশিদী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল মুসলিম আল আমিনি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাইরেক্টর মেজর রশিদ খালাফ আল দাহেরি, দুবাই টুরিস্ট পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রশিদ মোহাম্মদ আল মুহাইরি।