ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাথমিকের শিক্ষকদের অনলাইন বদলি আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পত্র জারি হয়। তার আলোকে ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইন বদলি কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রমে শিক্ষকদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া ছিল।

এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন দাখিল করার সময়সীমা আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নির্দেশনা সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।