নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকি ভান্ডারীর মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী কাউছার আলম তুহিন পলাতক রয়েছেন।
নিহত নাজমার ছেলে নাজমুল বলেন, সকালে মায়ের সঙ্গে বাবার বাকবিতণ্ডা হয়। পারিবারিক কলহের জের ধরে হঠাৎ বাবা মায়ের বুকের নিচে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর মা মাটিতে লুটিয়ে পড়লে বাবা দৌড়ে পালিয়ে যান। পরে মাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, নিহত নাজমার পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে কাউসার-নাজমা দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল। স্ত্রী পরকীয়ায় আসক্ত বলে সন্দেহ করতেন কাউসার। এ নিয়ে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার হঠাৎ তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ওই ঘটনায় পলাতক স্বামীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
আবির শিকদার/আরএআর