ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তাৎক্ষণিকভাবে মৃতদের সৎকারে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামপঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক জহিরুল ইসলাম জানান, নিহত ২৪ জনের মধ্যে ১৭টি মরদেহ ঘটনাস্থলে এবং বাকি সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মহালয়া উপলক্ষে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপরপাড়ে) এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। ওই ধর্মসভায় যোগ দিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন শ্যালো মেশিনচালিত একটি নৌকায় করে মন্দিরে যাচ্ছিলেন। নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, তারা শিশু ও নারীসহ ১৭ জনের লাশ দেখেছেন। এছাড়াও উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। উদ্ধার করা অন্য যাত্রীদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বোদা স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও নারীসহ সাত জনের লাশ রয়েছে বলে নিশ্চিত করেছেন বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম রাজিউল করিম রাজু। এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোলেমান আলী।এ বিষয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিসের অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত মৃত্যুর সংখ্যা বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে মৃতদের সৎকারে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।”