ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল : স্পিকার

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই বাংলাদেশ আজ সমগ্র বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম।