ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তাদের নিয়ে চট্টগ্রামে ‘Her E Trade’র মেলা

রুবাইয়াহ হক মৃত্তিকা | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের সব ফ্যাশন পণ্য এখন চট্টগ্রামে, তাও আবার একই ছাদের নিচে! ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তাদের নিয়ে চতুর্থবারের মত ‘Her E Trade’র এই মেলা চলছে।

সারাদেশ থেকে চট্টগ্রামে নানান ধরনের পন্য নিয়ে এসেছেন নারীরা,নগরীর জিইসি কনভেনশন সেন্টারে।

নারী উদ্যোক্তাদের জন্যে এটি একটি অনেক বড় প্ল্যাটফর্ম।

তাদেরই মধ্যে একজন নারী উদ্যোক্তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি কেন নারীদের কাজ করা উচিৎ!

AEGis কোম্পানির সত্ত্বাধিকারী শাহিনা আখতার বলেন-

সকলকে কাজ করতে হয়, জীবনের এই বাস্তবতা সম্মুখীন সকলকে হতে হয়। এদেশে অসংখ্য মানুষ রয়েছে, একেকজনের কর্মক্ষেত্র এক এক রকম। বিশেষ করে যারা লেখাপড়া করে তারা চাকরির পিছনে অনেক সময় দেয়। চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট করে। তবে বর্তমান সময়ে সার্টিফিকেট সাদা ভাতের মতন, যা খাওয়া যায় না আবার ফেলে দেওয়া যায় না। চাকরি পেছনে যতটুকু সময় দেওয়া হয়। এই সময় যদি নতুন কিছু করার জন্য ব্যয় করা হয় তাহলে উদ্যোগটা হওয়া সম্ভব।

উদ্যোক্তা হওয়া মানেই বেকারত্ব দূর করা, নতুন কিছু করা, অন্যের ভরসায় বসে না থাকা। ভালো উদ্যোক্তা হতে হলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। একটি বিষয়কে সিলেক্ট করতে হবে, সে বিষয়ে এর উপর সমস্ত তথ্য জেনে কাজে লেগে পড়তে হবে ও ইউনিক হতে হবে। আপনি যখন ইউনিক হতে পারবেন আপনার কাজে ধরন পরিবর্তন হবে।

এখানে প্রায় ৫০টি স্টল আছে এবং প্রায় ৮০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলার আজকে শেষ দিন।