ঢাকাশনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পদ্মা সেতু করতে পারলে কাতারকে হারাতে পারবো না কেন’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ দল বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে খেলছে। সেখানে প্রথম দুই ম্যাচে বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে এখন দারুণ আত্মবিশ্বাসী যুবারা। লাল-সবুজ জার্সিধারীরা আগামী ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচের আগে ভালো ফলের জন্য আত্মবিশ্বাসী দলের ম্যানেজার বিজন বড়ুয়া।

তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোনও অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। আগামী ম্যাচে আমাদের কঠিন প্রতিপক্ষ কাতারের বিপক্ষে খেলা এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে চাই। আমাদের ছেলেদের কাতারকে হারানোর অ্যাবিলিটি আছে। তাদের খেলা সুন্দর, পাসিং সুন্দর। আমি আগেও বলেছি যে আমরা যদি পদ্মা সেতু করতে পারি তাহলে বাহরাইন-কাতরকে হারাতে পারবো না কেন?’

ম্যানেজারের মত প্রত্যয়ী সুর তানভীর হোসেনের কণ্ঠেও। দলের এই অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশানুযায়ী খেলতে পেরেছি। বাহরাইনের বিপক্ষে আমরা ড্র করেছি। ভুটানের বিপক্ষে জয় নিয়ে তিন পয়েন্ট পেয়েছি। আগামী ম্যাচেও আমরা ভালো কিছুই চাই। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। ’