চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পানির পাইপ বসানোর জন্য রাস্তা কাটতে হলে ওয়াসাকে অনুমতি নিতে হবে। না হলে ওয়াসার বিরুদ্ধে মামলা করা হবে।
আজ বৃহস্পতিবার সিটি করপোরেশনের ২০তম সাধারণ সভায় এই কথা বলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেয়র। সভায় নগরের উন্নয়নকাজ ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেওয়া সিটি করপোরেশনের দুই কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ওয়াসা বিভিন্ন সময় সড়ক কেটে ফেলে রাখে। ওয়াসা নিজেদের মতো করে এই কাজ করে চলেছে। অনেক সময় নতুন রাস্তাঘাটও কেটে ফেলে সংস্থাটি। এতে সড়ক অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কাউন্সিলররা বিষয়টি সভায় উত্থাপন করেন। এরপর মেয়র ওয়াসার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন।
চট্টগ্রাম ওয়াসা নগরে পানি সরবরাহের জন্য তিনটি এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়নে নগরের বিভিন্ন সড়কে নিয়মিত খোঁড়াখুঁড়ি করতে হয়। ওয়াসার প্রকৌশলীরা দাবি করে আসছেন, সিটি করপোরেশনের অনুমতি নিয়ে নগরের সড়ক কাটা হয়। এ জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় সিটি করপোরেশনকে।
এই ব্যাপারে মন্তব্য জানতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহকে ফোন করা হলে তিনি সভায় আছেন বলে জানান।
এ ছাড়া সভায় নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার বিষয়ে আলোচনা হয়। সভায় কাউন্সিলররা বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অভিযানের কিছুদিন পরেই সে জায়গা আবার দখল হয়ে যায়। কেউ যাতে উদ্ধার করা জায়গায় স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য তা তদারকি বা ঘেরাও দেওয়ার পরামর্শ দেন। মেয়রও এতে সায় দেন বলে জানান কাউন্সিলররা।
সাধারণ সভায় সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এলইডি বিলবোর্ড উচ্ছেদ এবং এলইডি বাতি প্রকল্পের কাজে ধীরগতির বিষয়ে কাউন্সিলররা ক্ষোভ প্রকাশ করেন।