ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বনফুল ও মিসকাহ ধানসিঁড়িকে ভোক্তা অধিকারের জরিমানা

স্টাফ রিপোর্টার | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিমালা না মানায় চট্টগ্রাম স্টেশন রোডের বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নোংরা পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও মোড়কজাত বিধিমালা না মানায় মিসকাহ ধানসিঁড়ি বেকারি এন্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বনফুল ও ধানসিঁড়ি ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় শিশুখাদ‌্য, গুঁড়ো দুধ, হোটেল ও নিত‌্যপণ্যের বাজারে বিশেষ তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়েছে। এতে সুবাহ ফাস্ট ফুডকে নোংরা পরিবেশে চটপটি, ফুচকা ও বিরিয়ানি তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা, মালঞ্চ জুবিলী রোড শাখাকে ৪ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।
এছাড়া ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকানেও তদার‌কি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযানে নেতৃ‌ত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান ।

কেএম/এনএফ