ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ইপিজেডে গৃহবধূ খুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১১, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং তক্তার পুল এলাকা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীমা আক্তার পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। তিনি বলেন, পাঁচ তলার ভাড়া বাসায় থাকতেন শীমামা আক্তার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।