ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌতুক মামলায় ক্রিকেটার আল আমিনের আগাম জামিন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৬, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী ইসরাত জাহান। ভুক্তভোগী ইসরাত জাহান এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা দায়ের করেন।

স্ত্রীর দায়ের করা মামলার পর ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে পুলিশ। তবে, সে সময় এ পেসারকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। অবশেষে সোমবার (৫ সেপ্টেম্বর‍) জামিন আবেদনের পর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর‍) হাইকোর্ট তাকে আগাম জামিন দেয়।

জানা গেছে, শারীরিক নির্যাতনের পাশাপাশি আল আমিনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ রয়েছে। স্ত্রী ইসরাত জাহানের দাবি- তার কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেছেন এ ক্রিকেটার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় দীর্ঘ সময় ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।