ঢাকামঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের ভাড়া কিলোমিটারে ৫ টাকা, সর্বনিম্ন ২০

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৬, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এমআরটি লাইন-৬ তথা মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। তবে সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা। সে হিসাবে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বে যাতায়াত করতে ভাড়া পড়বে ১০০ টাকা।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। যেসব যাত্রী সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড ব্যবহার করবেন, তাদের বিশেষ ছাড় দেয়া হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কী হারে ভাড়া আদায় করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

 

এমআরটি লাইন-৬-এর রুট উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত হলেও আগামী ডিসেম্বরে এই লাইনের দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি প্রাথমিকভাবে চালু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে এই রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলতে শুরু করেছে।