ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এফডিসিতে প্রথম জানাজা, মায়ের পাশে সমাহিত হবেন গাজী মাজহারুল আনোয়ার

বিনোদন ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৪, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কিংবদন্তিতুল্য গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের জীবনাবসান হয়েছে। আজ রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক নেমেছে সংস্কৃতি অঙ্গনে। জনপ্রিয় বহু গানের এই রচয়িতার জীবনাবসানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

 

এই গীতিকবির মৃত্যুতে শোক প্রকাশ করছেন সংগীত, চলচ্চিত্রসহ শোবিজের নানা অঙ্গনের মানুষেরা। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার আছেন যুক্তরাষ্ট্রে। তিনি আজ সন্ধ্যা অথবা রাতে ঢাকায় পৌঁছাবেন। এরপর আগামীকাল ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে।

 

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল বলেন, শহীদ মিনারের কার্যক্রম শেষে মরদেহ আনা হবে গাজী মাজহারুল আনোয়ারের প্রিয় কর্মস্থল বিএফডিসিতে। সেখানেই বাদ জোহর অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।

এরপর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। সেখান থেকে মরদেহ যাবে বনানী কবরস্থানে। সেখানেই মায়ের পাশে সমাহিত হবেন বাংলা গানের এই কিংবদন্তিতুল্য গীতিকবি।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।