ঢাকাসোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ১০ জন রিমান্ডে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৪, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার ১০ জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে ৭১ জনের নামোল্লেখসহ পাঁচ হাজার জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগসহ পুলিশ সদস্যদের আহত করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেওয়া হবে, তারা হলেন আব্দুস সাত্তার, মজিবুর রহমান, রঞ্জন কুমার দেবনাথ, রাজিব, জনি, বাদল, আবুল কালাম ভূইয়া, রিমন, ইমন ও সোহান।

এর আগে গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হন। পুলিশ ও বিএনপিকর্মী এবং পথচারীসহ আহত হন অর্ধশতাধিক মানুষ। এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও ২ নম্বর রেলগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।