ঢাকাসোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবসর ঘোষনা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে মুশফিকের

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৪, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষনা

আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক বেটার মুশফিকুর রহিম।.

 

আজ বেলা ১২. ৩০ মিনিটের সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।.

 

স্ট্যাটাসে তিনি লেখেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।.

 

টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটেি আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।.

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার টি টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।.

 

.