ঢাকারবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্হির সময়, অসীম জটিলতা – আয়মান আহমেদ

আইমান নাফি | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৩, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সমসাময়িক বিষয়গুলো এখন তৈরি করেছে অস্হির জটিলতা।

বৈশ্বিক সমস্যায় কতোটুকু আক্রান্ত রাশিয়া-ইউক্রেন? যদিও সারাবিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে এই যুদ্ধ। রাশিয়ার চিত্র দেখলে বুঝতেই পারবেন না, রাশিয়ার উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেটাতে রাশিয়ার কোনো ক্ষতি হয়েছে। রাশিয়ার মানুষ দিব্যি খাচ্ছে, চাকরি করছে, জিনিসপত্র কিনছে।

ইউক্রেন আমেরিকা কতৃক যুদ্ধ সহয়তা পাচ্ছে। রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞা কোনো প্রভাব না ফেললো, ঠিকই ক্ষতির মুখে মুঝ থুবড়ে পরেছে উন্নয়ণশীল দেশগুলো। এই সুযোগে অনেক দেশ কৌশলে নিজেদের সবচেয়ে বেশি ক্ষতির সম্মোখীন মনে করছে।

 

বাংলাদেশ এশিয়ার একটি উন্নয়ণশীল দেশ। সে দেশের জনসংখ্যা সরকারি হিসাবে ষোলো কোটি। যাদের মাথা পিছু আয় প্রায় তিনহাজার আমেরিকান ডলার। এই তিনহাজার ডলার আয়ের মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এর জন্য সমালোচকরা সরকারি দলের বেপরোয়া ম্যাগা প্রজেক্ট ও দূর্ণীতিকে দোষারোপ করছে।

 

শতভাগ বিদ্যুৎএর দেশটিতে হটাৎ সরকার বিদ্যুৎ সাশ্রয় করতে, বিদ্যুৎ এর উপর জরুরী অবস্থা জারি করেছে। হুট করে তেলের দাম বাড়িয়েছে। এসব কর্মকান্ডে পুরাটাই ক্ষতির মুখে সাধারণ মানুষ। যদিও দেশটি দূর্ণীতির অবাধ প্রজনন ক্ষেত্র! প্রায় বছরে বিদেশে হাজার কোটি টাকা পাছার করে সে দেশের বড় বড় সরকারি কর্মকতা ও নেতারা।

 

তাছাড়া আর্থসমাজিক অবস্থায় বর্তমানে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে, সে দেশের জনগন। মাথা পিছু আয় তিনহাজার ডলার হলেও এখন অবস্থা এমন যে, যারা এক সময় ২৫কেজি চাউল কিনতো তার এখন কিনে (ক্রয়) ১০ কেজি। সবকিছুতে সীমাবদ্ধতা এসেছে। জিনিসের দাম কারণে-অকারণে বাড়ছে। এ ক্ষেত্রে বিরোধী দলগুলোর মতোই দেশের সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে একের পর এক।

 

অনেকের প্রশ্ন তবে সরকার কী বাজার নিয়ন্ত্রণ এ ব্যর্থ? যদিও সরকার কিছুতেই অর্থনৈতিক রাজনৈতিক দুসময় মেনে নিতে চাচ্ছে না। এমত অবস্থায় দেশের এই ভাঙ্গুর অর্থনীতি উন্নতীর জন্য ইতিমধ্যে সরকার IMF সহ World Bank এর কাছে লোনের আবেদন করেছে।

 

এতোসব কিছুর পরও সবচেয়ে কঠিন অবস্থায় আছে রাজনৈতিক জটিলতা। আগামী সংসদ নির্বাচন কে ঘিরে প্রধান দুটি দল( আওয়ামীলীগ+বিএনপি মুখোমুখি) অবস্থান। যেখানে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ঝরে গেলো কয়েকজন যুবকের প্রাণ।

 

এই অবস্থায় দাঁড়িয়ে যখন দেশ.. তখন কেউ কেউ বলছে। সমসাময়িক বিষয়গুলো এখন নাগরিক জীবনে তৈরি করেছে সবচেয়ে কঠিন অস্তিরতা…