ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শত শ্রমজীবীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করলো থার্ড স্মাইল ফাউন্ডেশন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৩০, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আছাদগঞ্জ, খাতুনগঞ্জের শ্রমজীবীদের চিকিৎসা সেবা প্রদান করেছে থার্ড স্মাইল ফাউন্ডেশন।

থার্ড স্মাইল চট্টগ্রামের স্বনামধন্য একটি সমাজসেবামূলক সংগঠন। প্রায় তিনবছর ধরে তারা কাজ করে আসছে বঞ্চিতদের নিয়ে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রাম এর ব্যবসায়িক কেন্দ্র, আছাদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকার শ্রমজীবীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দান করে তারা।

ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেলের ডা. অনির্বাণ, ডা. তামিম, ডা. রাইহান এবং ডা. নিবরাস। সংগঠনের ছায়া হয়ে প্রত্যেকটা রোগীর জন্য তারা উৎসর্গ করেছেন, নিজেদের মূল্যবান সময়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আইমান সিদ্দিক বলেন, “আমরা বঞ্চিতদের নিয়ে কাজ করতে চাই। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। এজন্যই, কখনো কাউকে আত্মনির্ভরশীল করে তোলা, দুস্থদের সহায়তা কিংবা উন্নয়নে আমরা দৌড়ে গেছি সর্বদা। কিন্তু আমাদের একটা সীমা আছে, আমরা চাইলেও এর বেশি করতে পারিনা।

আমাদের সবচেয়ে বড় বাঁধা হলো আর্থিক সীমাবদ্ধতা।

তবে আশা করি, দ্রুত আমরা এই সীমাবদ্ধতা দূর করবো। ভালো আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে চলবো প্রত্যেকটা মানুষের দুয়ার থেকে দুয়ারে।”

শত মানুষের ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদানের পর তাদের লক্ষ্য হলো, আগামী ৫ই সেপ্টেম্বর পথশিশুদের স্কুলে কিছু সময় কাটাবে, তাদের পড়ালেখার যাবতীয় সরঞ্জাম কিনে দিবে।

থার্ড স্মাইলের উন্নয়নমূলক কাজ অব্যহত রাখতে, তারা আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছে শুভাকাঙ্ক্ষীদের।