ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জোটে নেই জামায়াত! আমীরের বক্তব্য আনুষ্ঠানিক কিছু নয় দাবি বিএনপির

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৯, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে জামায়াত আর নেই। এক ভিডিও বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে আনুষ্ঠানিক কিছু নয় বলে দাবি করেছে বিএনপি। আওয়ামী লীগ বলছে, এটি রাজনৈতিক কৌশল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মতে, স্বাধীনতার ৫০ বছর পর জামায়াতের থাকা না থাকার প্রশ্নটাই দেশের জন্য লজ্জার।

সম্প্রতি এক ভিডিও বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, চারদলীয় জোট আর কার্যকর নেই। ২০০৬ সাল পর্যন্ত এটি একটি জোট ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেটা আর ফিরে আসেনি।

জামায়াত আমিরের এই বক্তব্য আনুষ্ঠানিক নয় দাবি করলেও এ নিয়ে অস্বস্তির কথা জানান ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আমি তো শুনিনি এটা। তাদের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল বলেছেন, এ কথা বলেন নাই। সেক্রেটারি জেনারেল বলেছেন, আমাদের কিছু বলার থাকলে আনুষ্ঠানিকভাবে বলবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এটা রাজনৈতিক কৌশল। জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক ছিন্ন কীভাবে হয়? দুইটি দলই তো একই জায়গা থেকে তৈরি। এদের মূল জায়গা তো পাকিস্তান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এটা সবচেয়ে দূর্ভাগ্যজনক, জামায়াতের মন্তব্যের ওপরে আমাদের মন্তব্য চাওয়া হচ্ছে। কে বেশি ইসলাম পছন্দ করে, এটি নিয়ে ধরাধরি; এতদিন বিএনপি থেকে সুবিধা নিতো, এখন আওয়ামী লীগ হয়তো বেশি সুবিধা দেবে।

১৯৯৯ সালে প্রথম জামায়াতে ইসলামিকে নিয়ে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি। সেটি সম্প্রসারিত হয়ে এখন ২০ দলীয় জোটে রূপ নিয়েছে। অনেক আগেই নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে