ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ টেলিকমের কর্মচারী মাইনুল গ্রেফতার; ‘ড. ইউনূস প্রধানমন্ত্রী হবে, ছড়াতো এমন গুজব’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৯, ২০২২ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের পরিস্থিতি অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো হবে এবং ক্ষমতার পট পরিবর্তনে প্রধানমন্ত্রী হবেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস- এমন গুজব ছড়িয়ে ও পাওনা লভ্যাংশ পরিশোধ ও অতিরিক্ত অর্থ দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রামীণ টেলিকম এবং টেলিকম ইউনিয়নের কর্মচারীদের টাকা আত্মসাৎ করেছে একটি পক্ষ।

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. মাইনুল ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। জানিয়েছেন, এরমধ্যে মাইনুল ইসলাম কর্মচারীদের জন্য বরাদ্দ ৪৩৭ কোটি টাকার মধ্যে ২৬ কোটি টাকা আত্মসাতে জড়িত ছিল। তার কাছ থেকে জব্দ করা হয়েছে চার কোটি টাকা।

একই অভিযোগেই কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদককে এর আগে আটক করে ডিবি পুলিশ। কর্মচারীদের কোম্পানির লভ্যাংশ দিতে একটি সেটেলমেন্ট একাউন্টে ৪৩৭ কোটি টাকা রাখা হয়েছিল। আর ওই একাউন্টের তত্ত্বাবধায়ক ছিলেন প্রতিষ্ঠানের এমডি নাজমুল ইসলাম। তাই আত্মসাতে এমডিও দায় এড়াতে পারেন না বলে জানায় গোয়েন্দা পুলিশ।