পর্তুগালের মধ্যাঞ্চলীয় পোম্বাল শহরে একটি বাগান থেকে একটি ডাইনোসরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর চাইতে বড় আকারের ডাইনোসরের দেহাবশেষ সম্ভবত আর কোথাও এখন অবধি মেলেনি।
২০১৭ সালে ওই কঙ্কালটির হদিস মেলে। এক ব্যক্তি নিজের বাড়িতে নির্মাণকাজ শুরু করার জন্য মাটি খুঁড়ে ওই কঙ্কাল খুঁজে পান। এটি প্রকাণ্ড চারপেয়ে তৃণভোজী ডাইনোসরের (সরোপড) দেহাবশেষ এবং ইতিমধ্যে জীবাশ্মে রূপান্তরিত অবস্থায় পাওয়া যায়।
সরোপড ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির। বৃহত্তম এই স্থলচর প্রাণীর লম্বা গলা ও লেজ ছিল। খাবারের জন্য এরা উদ্ভিদের ওপর নির্ভরশীল ছিল।
চলতি মাসের শুরুর দিকে জীবাশ্মবিদরা পর্তুগাল ও স্পেন থেকে একটি সুবিশাল সরীসৃপের মেরুদণ্ড ও পাঁজরের হাড় উদ্ধার করেন। সম্ভবত এগুলোও একটি সরোপডের দেহাবশেষ। হাড়গুলো বিশ্লেষণ করে ধারণা করা হয়, এই প্রাণী ৩৯ ফুট উঁচু এবং ৮২ ফুট দীর্ঘ ছিল। কঙ্কালটি পরীক্ষা-নিরীক্ষা করে গবেষকরা ইঙ্গিত পেয়েছেন, এটি প্রায় ১৫ কোটি বছর আগের।
কঙ্কালটি যে অবস্থায় মিলেছে, তাতে মনে হয় ডাইনোসরটি ওই অবস্থানেই মারা গিয়েছিল। তুলনামূলক অক্ষত অবস্থায় ওই দেহাবশেষ পাওয়ার পর গবেষকরা আশপাশে আরও খননে আগ্রহী হয়েছেন। তাদের আশা, আরও কঙ্কাল মিলতে পারে।
লিসবন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গবেষক এলিসাবেত মালাফাইয়া বলেন, একটা প্রাণীর পাঁজরের সব হাড় এ রকম অক্ষত অবস্থায় সাধারণত পাওয়া যায় না, আর এমন মূল শারীরবৃত্তীয় অবস্থানে তো নয়ই।