ঢাকাশনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত বিদ্যুৎ সংকট দূর হবে: নসরুল হামিদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৭, ২০২২ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানি সংকটে বড় বিপর্যে পুরো বিশ্ব। বাংলাদেশেও এর ছোঁয়া লেগেছে। লোডশেডিং করতে হচ্ছে। এক মাস একটু ধৈর্য ধরতে হবে। এরপর বিদ্যুৎ সংকট দূর হবে।’ 

শুক্রবার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটে বিশ্বের অনেক দেশই নানান সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে। ইউরোপের দেশগুলোতে গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে। ব্যবহার সীমিত করা হচ্ছে। তারপরও অন্য অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি।’ নসরুল হামিদ বলেন, ‘গত ১৩ বছরে দেশে বহু শিল্প হয়েছে, ঘরে ঘরে গাড়ি, প্রতিটি ঘরে বিদ্যুৎ গেছে। এজন্য বিদ্যুতের চাহিদা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জামায়াত শাসনের সময় দেশে অত্যাচার হামলাসহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। অনেকে পুলিশের অত্যাচারে বাড়িতে ঘুমাতে পারেনি। আমরা তার বদলা নেইনি, তারা এখন বাড়িতে ঘুমায়।’

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম.ই মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম প্রমুখ।