ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৭, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

উখিয়ার হিজলিয়া এলাকায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, টেকনাফমুখী একটি ট্রাক কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।