ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।”

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৬, ২০২২ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজেদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স

 

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

দলের জার্সি পড়া সাকিবের ছবিও দিয়েছে বাংলা টাইগার্স। ক্যাপশনে বাংলা টাইগার্স লিখেছে, “অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।”

বাংলা টাইগার্স আরও লিখেছে, “আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।”

বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, “টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।”

সদ্যই দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে নিয়োগ করেছে বাংলা টাইগার্স। এছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম দলের মেন্টর হিসেবে আছেন। এছাড়াও বিশ্বের বেশ কিছু ক্রিকেটারকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।