ঢাকারবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পথে নামতে বাধ্য করবেন না, ভালো হবে না: নির্মলেন্দু গুণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২২, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি তুলেছেন চা-শ্রমিকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। দাবি পূরণ না হলে ‘পথে নামার’ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

১৪ দিনের ধর্মঘটের পর সোমবার আগের ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরেছেন চা-শ্রমিকরা। নতুন মজুরি নির্ধারিত হবে, প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে শ্রমিকরা কাজে ফেরেন।

চা-শ্রমিকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কবি নির্মলেন্দু গুণ সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন।

গুণ লেখেন, ‘চা শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।’