ঢাকাবৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২২, ২০২২ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

  1. ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। সেটা বাতিল হয়ে গেছে কয়েকদিন আগেই। তাতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোটা ফাঁকাই পড়ে ছিল আর্জেন্টিনার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ কথা জানিয়েছে। আগামী মাসে হন্ডুরাস আর জ্যামাইকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

বিশ্বকাপ ক্রমেই কাছে চলে আসছে। একটা উইন্ডো ফাঁকা রাখার বিলাসিতা করার সুযোগ নেই লিওনেল মেসিদের। তাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তড়িঘড়ি করে আগামী মাসের উইন্ডোতে দুটো ম্যাচ নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চল বা উত্তর আমেরিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে তারা।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনো আসেনি। তবে আর্জেন্টিনা আগামী মাসের শেষ অর্ধে মুখোমুখি হবে কনকাকাফ অঞ্চলের দুই দলের। দুটো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

এর মধ্যে ২০১৪ বিশ্বকাপ খেলা হন্ডুরাসের মুখোমুখি হবে আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে।

মেসিরা ১৯৯৮ বিশ্বকাপে সর্বপ্রথম ও সবশেষ বিশ্বকাপ খেলা জ্যামাইকার মুখোমুখি হবেন আগামী ২৭ সেপ্টেম্বর। নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফুটবল বিশ্বকাপে কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকোর বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। সেই ভাবনা থেকেই উত্তর আমেরিকার দুই দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।