যা আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই হলো-এশিয়া কাপে বাংলাদেশ দলের কোনো প্রধান কোচ থাকছেন না। রাসেল ডমিঙ্গোকে ছাড়াই ২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটে খেলবেন সাকিবরা।
কদিন আগে টি-টোয়েন্টি সংস্করণের নতুন টেকনিক্যাল উপেদষ্টা শ্রীধরন শ্রীরামের আগমনে দেশের ক্রিকেট মহলে একটা প্রশ্ন উঠেছিল-ডমিঙ্গো থাকতে নতুন টি-টোয়েন্টি টেকনিক্যাল উপদেষ্টা কেন? আসলে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার কোচের কোচিং দর্শন সন্তুষ্টু ছিল না বিসিবি। তাই শ্রীধরন শ্রীরামকে নিয়ে আসা! তাই টি-টোয়েন্টিতে ছুটি ডমিঙ্গোর। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এখন থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গো শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়েই কাজ করবেন। এখন থেকে ঘরোয়া ক্রিকেটেও চোখ রাখবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে কাজ করবেন জাতীয় দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। একারণে এখন থেকে দেশের ঘরোয়া ক্রিকেট নিয়মিত তিনি অনুসরণ করবেন।
ডমিঙ্গোর অনুপস্থিতিতে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। থাকবেন টি-টোয়েন্টির টেকনিক্যাল উপদেষ্টা শ্রীধরন শ্রীরামও।