ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়ধ্বনি চুয়েট ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা – নতুন নেতৃত্বের উচ্ছাসে আন্দোলিত জয়ধ্বনি পরিবার

চুয়েট প্রতিনিধি | সিটিজি পোস্ট
আগস্ট ২২, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাতে হয় এটাই চিরাচরিত নিয়ম। প্রকৃতি এই নিয়মের উর্ধ্বে না গিয়ে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’ – এর ‘বার্ষিক সাধারণ সভা-২০২২’ বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে অনুষ্ঠিত হয়। গত ১৭ ই আগস্ট অনুষ্ঠিত এই সভায় বিদায়ী কমিটিকে সম্মাননার মাধ্যমে বিদায় জানানো হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান জয়ধ্বনি শিক্ষক কমিটির উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, সহকারী উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রাশিদুল হাসান, মডারেটর অধ্যাপক ড. মোঃ সানাউল এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এ টি এম শাহজাহান। তারা সকলেই জয়ধ্বনি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

 

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রেজাউল করিম উক্ত সভায় জয়ধ্বনির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার আহ্বান ব্যক্ত করেন। এর পাশাপাশি জয়ধ্বনির মডারেটর অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী পাভেল জয়ধ্বনির সুন্দর দিকগুলো সবার সামনে তুলে ধরেন এবং ভবিষ্যতে যাতে এ ধারা আরো সুন্দরভাবে বজায় থাকে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

উক্ত সভায় সংগঠনটির ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মাইন উদ্দিন শামীম।

 

৪৮ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির কার্যকর কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাইজা আলম নুহি, সহ-সভাপতি (এডমিন) হিসেবে স্বরুপা রাণী দাস, সহ-সভাপতি (কালচারাল) হিসেবে তুলি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহারিয়ার রিয়াদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সেমন্তি বড়ুয়া ও মাহরুখা রুবাইয়াত লামিয়া, অর্থ সম্পাদক হিসেবে শিহাব মর্তুজা সহ বাকি আরো অনেকেই নির্বাচিত হয়েছেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এরপর সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম নিয়ে বক্তৃতা প্রদান করেন বিদায়ী সাধারণ সম্পাদক উৎস ঘোষ দীপ্ত এবং তার সাথে আরো বক্তব্য প্রদান করেন বিদায়ী সভাপতি মো. তারেক মাহমুদ পাটোয়ারী। দীপ্ত ঘোষ তার বক্তব্যে বলেন, “দায়িত্ব পালনকালে জয়ধ্বনিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। আশা করি নতুন কমিটি সেই ধারা ধরে রাখবে”। বিদায়ী সভাপতি তারেক মাহমুদ বলেন, ” আমাদের কমিটির চেষ্টা ছিল অনুষ্ঠান আয়োজনে নতুনত্ব ও বৈচিত্র‍্য আনার। নতুন কমিটি সাংস্কৃতিক নবজাগরণের দৃষ্টান্ত স্থাপন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। ”

 

সভায় নবনির্বাচিত সভাপতি সৌরভ দে বলেন, “জয়ধ্বনি শুধুমাত্র একটি সংগঠন নয় এটি একটি পরিবার।জয়ধ্বনি সবসময়ই মুক্তচিন্তার চর্চায় বিশ্বাসী। এই ধারাকে বেগবান করতে আমরা সচেষ্ট থাকব।”

 

এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন বলেন, “জয়ধ্বনি চুয়েট ক্যাম্পাসে বিভিন্ন আয়োজন পরিচালনার পাশাপাশি ক্যাম্পাসের বাইরেও নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। সামনের দিনগুলো জাতীয় পর্যায়ে জয়ধ্বনিকে তুলে ধরতে আমরা কাজ করে যাব।”

 

সভাশেষে ১৬ ব্যাচের বিদায়ী কমিটির প্রতিনিধিদেরকে উপহারস্বরুপ উত্তরী প্রদান করেন নতুন কমিটির সদস্যরা।

 

উল্লেখ্য ২০০০ সালে প্রতিষ্ঠিত “জয়ধ্বনি” সংগঠন সৃষ্টির সূচনালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিল্পসত্তা বাঁচিয়ে রাখতে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাহিত্য চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এ ধারা বজায় রাখার ব্যাপারে তারা দৃঢ়প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী।