ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেশি দামে ডিম বিক্রি করায় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২১, ২০২২ ২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বেশি দামে ডিম বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রামের রেয়াজুদ্দীন বাজারের তিনটি ডিমের আড়ত ও দুটি দোকানকে এক লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় দেখতে পেয়েছি ডিমের আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। তারা ক্রেতাদের কাছে ১০০ ডিম ৯৪০ টাকা থেকে ৯৭০ টাকায় বিক্রি করছিল। এছাড়া দোকানে কোনো মূল্য তালিকা ছিল না।

 

তিনি আরও বলেন, আড়তদাররা যার কাছে যেমন পারছেন সেই দামেই ডিম বিক্রি করছিলেন। মূল্য তালিকা না থাকার কারণে তারা এটা করতে পারছিল। ফলে তিনটি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।