ঢাকাবৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৩ জন ডায়রিয়ায় আক্রান্ত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২১, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীর বেশ কয়েকটি এলাকায় ডায়রিয়া আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন রোগী ফৌজদারহাট এলাকার বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত শুক্রবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন পর্যন্ত আক্রান্ত ৫৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ জন পটিয়া উপজেলার, ৮ জন বাঁশখালী উপজেলার, ৭ জন রাঙ্গুনিয়া উপজেলার, ৬ জন আনোয়ারা উপজেলার এবং ৫ জন চন্দনাইশ উপজেলার বাসিন্দা। এদিকে গত শুক্রবার ‘আইইডিসিআর’র সাত সদস্যের টিম চট্টগ্রাম এসেছে। তারা বিআইটিআইডি হাসপাতাল পরিদর্শন করেছেন। এবং বিভিন্ন এলাকার স্পট ভিজিট করে গতকাল শনিবার পানির নমুনা সংগ্রহ করেছেন, যা এখনো চলমান রয়েছে। এই বিশেষজ্ঞ টিমের অনুসন্ধান শেষে এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। সাত সদস্যের টিমে আছেন ডা. মো. ওমর ফারুক, ডা. ইমামুল মুনতাসির, ডা. সাদিয়া আফরীন, ডা. সোনাম বড়ুয়া, ডা. মো. আনোয়ার হোসেন, মো. আজিজুর রহমান ও মো. আমিরুল ইসলাম। বিআইটিআইডি হাসপাতালের তথ্য মতে, গতকাল শনিবার সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত নতুন করে ২৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৪৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ভর্তি রয়েছেন ৫৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। এছাড়া গত পাঁচদিনে হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন ২৩৪ জন। ডায়রিয়া আক্রান্ত অধিকাংশই নগরীর ফ্রি পোর্ট, ইপিজেড, পতেঙ্গা, হালিশহর ও উত্তর আগ্রাবাদ এলাকার বাসিন্দা। বিআইটিআইডির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ঢাকা থেকে একটি টিম এসে হাসপাতালে রোগীর ওয়ার্ড পরিদর্শন করেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ জন পটিয়া উপজেলা, ৮ জন বাঁশখালী উপজেলা, ৭ জন রাঙ্গুনিয়া উপজেলা, ৬ আনোয়ারা উপজেলা এবং ৫ জন চন্দনাইশ উপজেলার বাসিন্দা। আর মিরসরাই, হাটহাজারী, সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলায় ৪ জন করে আক্রান্ত আছেন। বোয়ালখালী ও স›দ্বীপ উপজেলায় ১ জন করে আক্রান্ত আছেন। একইভাবে ফটিকছড়ি ও রাউজান উপজেলায় ৩ জন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এছাড়া সীতাকুন্ড উপজেলায় ২ জন আক্রান্ত আছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব কি কারণে হয়েছে তা অনুসন্ধান করতে শুক্রবার ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম চট্টগ্রামে এসেছেন। তারা ইতিমধ্যে পানির নমুনা সংগ্রহ করছেন, যা এখনো চলমান রয়েছে। এরপর জানা যাবে মূলত কি কারণে এসব এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মোট ৬৩ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এজন্য আগাম সতর্কতা হিসেবে ১৫ উপজেলায় ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।