ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাগরে নিম্নচাপ, ৪ নম্বর বিশেষ সতর্কতা সংকেত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২০, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উত্তর উড়িশা উপকূল অতিক্রম করেছে। গভীর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ৪ নম্বর বিশেষ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগেুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।