ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মায়ের দিকে দুবার গুলি ছোড়ে মাইনুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১৭, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় ছেলের করা গুলিতে মা জেসমিন আক্তার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত নারী জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধের জেরে বড় ছেলে মাইনুল ইসলামের গুলিতে নিহত হন মা জেসমিন আক্তার। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চলতি বছরের ১৩ জুলাই শারীরিক অসুস্থতায় মারা যান তার স্বামী শামসুল আলম মাস্টার। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘বড় ছেলের গুলিতেই নিহত হয়েছেন মা জেসমিন আক্তার। ঘর থেকে কয়েকটি ব্যবহৃত গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক মাইনুল ইসলাম। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

জেসমিন আক্তার অস্ট্রেলিয়ায় থাকেন। গত ২০ রমজান তিনি দেশে আসেন। আগামী ২ সেপ্টেম্বর পুনরায় অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কথা ছিল। আরও আগে যাওয়ার কথা ছিল। এর মধ্যে স্বামী শামসুল আলম মাস্টার মারা যাওয়ায় ঠিক সময়ে যেতে পারেননি। স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর তিনি অস্ট্রেলিয়ায় চলে যেতেন

নিহতের বড় মেয়ে ও হত্যাকারীর বোন শায়লা শারমিন নিপা দাবি করেন, ‘মাইনুল মাদকাসক্ত ছিল। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজ নামে লিখে নিতে মাকে বাধ্য করতে গিয়ে গুলি করে।’

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।’

মাইনুল চট্টগ্রামের চকবাজার এলাকায় থাকেন।