ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবি মহাদেব সাহার ৭৯তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৫, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ষাটের দশকের অন্যতম কবি মহাদেব সাহার ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। প্রেম, প্রকৃতি, নিসর্গ, দ্রোহ এবং স্বাধীনতার কবি তিনি।

 

১৯৭২ সালে মহাদেব সাহার প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’ প্রকাশিত হয়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৯০টি।

মহাদেব সাহার বাবা গদাধর সাহা, মা বিরাজমোহিনী। বাবা-মায়ের একমাত্র সন্তান মহাদেব সাহার স্ত্রী নীলা সাহা। দুই ছেলে তীর্থ সাহা ও সৌধ সাহা। কাব্যসাধনার স্বীকৃতি হিসাবে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মহাদেব সাহা। সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে- একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার।

 

সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদানের মধ্য দিয়ে ১৯৬৯ সালে মহাদেব সাহার কর্মজীবন শুরু হয়। জীবনব্যাপী তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন।