ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ান বিষয়ে বাংলাদেশের সমর্থন চাইল চীন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৪, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকার স্পিকার ন্যান্সি পেলসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থন আশা করছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের বহু বছরের অনুসৃত ‘এক চীন’ নীতির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তাইওয়ান বিষয়ে চীনের আইনানুগ ও যুক্তিসংগত অবস্থানকে বাংলাদেশ সমর্থন দেবে বলে তাঁর দেশ মনে করে।’

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-য়ের আসন্ন ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের এই বিবৃতি গুরুত্ববহ বলে মনে করছে কূটনৈতিক মহল। ওয়াং ই আগামী ৬ ও ৭ আগস্ট ঢাকা সফর করবেন।