ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব দিল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩১, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

গত ১ বছরে আয়ের বড় খাত হচ্ছে মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০২১ সালে আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা ও ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

রবিবার (৩১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গেলো এক বছরের আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।

এইচ এম আশিকুর রহমান জানান, গত ১ বছরে আয়ের বড় খাত হচ্ছে মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।

আয়-ব্যয়ের হিসাবে বলা হয়েছে, ২০২১ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্যফরম বিক্রি বলে জানায় দলটি।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে ইসি।

পরপর তিন বছর কমিশনে আয় ব্যয়ের প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।