ঢাকাসোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩১, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পুরো শহর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি বিএনপি কর্মী। সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা তিনি।

তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মিছিলের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

 

সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে আহতাবস্থায় আব্দুর রহিমকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। গণহারে গ্রেফতার করা হয় বলেও সাংবাদিকদের জানান বিএনপি সভাপতি।