ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্ল্যাট না দেয়ায় স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, স্ত্রী নিজেই ধরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩১, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের পর স্বামী আরিফুল ইসলামের কাছে ফ্ল্যাট চেয়েছিলেন তাসলিমা আক্তার (৩৫)। কিন্তু স্বামী সেটি দেননি। ক্ষিপ্ত হয়ে তাই ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন তাসলিমা। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের পাঁতা ফাঁদে নিজেই ধরা পড়লেন। তাই তো স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রামের বোয়ালখালী থানার খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় তাসলিমার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা যায়, তাসলিমার বাড়ি একই থানার উত্তর করলডেঙ্গা গ্রামে। তিনি তার স্বামী আরিফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। স্বামীর প্রথম বিয়ে সম্পর্কে সবকিছু জেনেই বিয়ে করেছিলেন তাসলিমা। বিয়ের পর প্রথম স্ত্রীয়ের তুলনায় স্বামী তাকে খরচের জন্য কম টাকাপয়সা দিতেন। কয়েকদিন আগে তাসলিমার স্বামী চট্টগ্রাম শহরে নিজের নামে থাকা ফ্ল্যাটটি প্রথম স্ত্রীকে দিয়ে দেন। এতে তাসলিমা স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করেন।

র‌্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কেনাবেচার জন্য মাদকদ্রব্য মজুত রাখার খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। পরে বিষয়টি সাজানো মনে হওয়ায় তাসলিমাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রুমের মধ্য সিরামিকের মালামাল রাখার কার্টনের ভেতর থেকে আরও ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বামীকে ফাঁসানোর জন্য বাসায় ইয়াবা এনে রাখার কথা স্বীকার করেন তাসলিমা। পরবর্তীতে তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।