ঢাকারবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে সংসদ ভবন দখলে নিল মোক্তাদা আল-সদরের সমর্থকেরা

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩১, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা। শনিবার সংসদ ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেওয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। এর মধ্যে ১০০ জন বিক্ষোভকারী ও ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।

আবু ফোয়াদ নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত একটি সরকারের দাবি জানাই। এটি সবার দাবি।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।

বাগদাদ থেকে আল-জাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ‘মোক্তাদা আল-সদরের সমর্থকেরা এখন সংসদের সদর দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।’

প্রসঙ্গত, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।