ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ১১ জনের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৯, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতরা ঝরনা দেখে ফিরছিলেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে বড়তাকিয়া রেল স্টেশনের উত্তরে খৈয়াছড়ি ঝরনার পাশে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অরক্ষিত রেল ক্রসিং দিয়ে মাইক্রোবাসটি যাওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

 

ফায়ার সার্ভিস জনায়, মাইক্রোবাসে ১৪ জন আরোহী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ডের ২টি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১২ জনকে। এদের মধ্যে ১১ জন নিহত, ১ জন আহত ছিলেন। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসাপাতালে পাঠানো হয়। মাইক্রোবাসের আরোহীদের মধ্যে ২ জন সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।