ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনের শুরুতেই শেয়ারবাজারে বড় দরপতন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৮, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টানা বড় দরপতনের মধ্যে আটকে গেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা দিয়েছে। সেই সঙ্গে লেনদেনও হচ্ছে ধীরগতিতে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৬৮ পয়েন্ট পড়ে গেছে। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে একশ কোটি টাকার কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে মূল্য সূচক।

লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট পড়ে যায়। লেনদেনের সময় যত গড়াচ্ছে পতনের মাত্রা তত বাড়তে দেখা যাচ্ছে।