প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে ৯ মাসের খাবার কেনা যাবে’। বুধবার (২৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজিত হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে ২০০৬ সালে রিজার্ভ ছিল ৩ বিলিয়ন ডলারের কিছু ওপরে। সেটা ছিল ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৬ বিলিয়নের ওপরে’।